Friday, October 26, 2018

অর্কিড

অর্কিড
.... ঋষি
=====================================================
জানিস  তো হঠাৎ বৃষ্টি সেদিন আমার হৃদয়ে
 ,,অকাল বর্ষণ।
শহরের শুকনো মাটি তখন  চঞ্চল তৃষ্ণায়
উৎসব মুখরতায়।
হঠাৎ নিজের মনে হলো
এই সুযোগ ,,,এইবার অর্কিড হয়ে যাই।
.
বৃষ্টিহীন পৃথিবীতে SPF লাগিয়ে লাভ কি
লাভ কি ছাদের  খোঁজে।
বরং ইচ্ছে হলো তোর হাত ধরে কোনো একলা বারান্দার টবে অর্কিড হবার
আর তো পালক পালক খেলে লাভ নেই।
কারণ শহরের শরীরে লেগে আছে অতৃপ্তির স্বেদ
এই সুযোগ অর্কিড হবার।
মরু খোঁজে সমুদ্র দেখার লোভ
লোভ বৃষ্টি গড়িয়ে নামা তোর বুকের উষ্ণতায় মুখ রাখার।
তোর ঠোঁটে জিভ ঠেকিয়ে চুষে নেওয়া
বৃষ্টির উষ্ণতা।
........... সম্ভব। ...সম্ভব।
...................................... কি অসম্ভব।
.
জানিস এমন হঠাৎ হঠাৎ পাগলাটে চোখ
তোর শহর চিরে দেখে ফেলে তোর লুকোনো বৃষ্টি ছাট।
সময়  কোন এক অস্থির বারন্দায় দাঁড়িয়ে উৎসব খোঁজে
খোঁজে অনর্গল তোর বুকের ধুকপুকানি।
আর তখনি আমার অর্কিড হতে ইচ্ছে হয়
অসময়ের কাঁটা গায়ে মেখে।


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...