Saturday, October 20, 2018

পালাবদলের কবি

পালাবদলের কবি
.... ঋষি
===========================================
সম্পর্ক গৃহস্থ্য হলে
কবিতা দূরে ছুটে পালায় মধস্থ্য পালাবদলে।
তোর কবিতা লিখি
কবিতায় লিখি তোর ঠোঁট ,তোর চোখের ভাষা বদলাবার কথা।
আর তুই বলিস ,তুই ভাবিস
আমার জামার বোতাম বদলের ইতিকথা।
.
সম্পর্ক আসলে একটা ছুঁতো
সাথে থাকার।
সমুদ্রের গভীরে লুকোনে মুক্তোগুলো আসলে
আঁশটে চুমু স্পর্শের।
এই সব স্লিভলেস নিরিবিলি উপমা তোকে  মানায় না
চলন্তিকা এ শুধু কবিতার কথা।
তোর সাথে সম্পর্কটা যে বাঁধন ছাড়া কোনো একলা পাখি
যার কোনো চিন্তা নেই ,আছে যন্ত্রনা।
যার পোশাকি পোশাকগুলো ঝরতে থাকে
আরো আলোতে
তখন তুই সম্পূর্ণ মুক্ত আমার চোখে।
.
সম্পর্ক একলা হলে
তুই হয়ে যাস আর কবিতার শব্দগুলো সব স্পর্শের আকুতি।
তোকে লিখি
আমার কলমের নিবে জাদুমন্ত্র ,তোকে ছুঁয়ে আরো গভীরে তোর।
আর তুই বলিস আর ভাবিস
আমার কথা ,যে জামার বোতামগুলো খুলতে ব্যস্ত।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...