Thursday, October 25, 2018

একটা ছোট গল্প

একটা ছোট গল্প
...... ঋষি
=======================================
তোকে যতবার দেখছি
ফিরতে পারছি না শহরের বুকে ধুলো পথে।
চোখের রৌদ্রে চশমায় রাখা চালশে
আসলে সময় বড় দুর্বল।
.............সময়ের শোকে ,
চলন্তিকা আগুনে বুক ঠেকিয়ে বড় জ্বালা।

.
ধান ভাঙা সিঁড়ি
আকাশে গাংচিল ,অদ্ভুত রোগ তোকে ছুঁয়ে বাঁচবার।
রিমেকি ঝিকিমিকি ,চোখ ঝলসায়
রৌদ্র বলে ছুঁয়ে দেখ আমায়।
আমি ছুঁতে চাই
ছুটে পালাই  অলিগলি বেয়ে অন্য গভীরতায়।
শহরের কপোত কপোতি।
...........ছোট ছোট ঘর
অজস্র কথন। ......ছোট ছোট গল্প।
আসলে কিছু গল্প উপন্যাস হতে হতে ছোট হয়ে যায়
জীবন যে বড় ছোট লাগে বৃথা লেখালিখিতে।
কিন্তু চলন্তিকা
ও চোখে আমি মরণ দেখেছি ,
তাই এ মৃত্যুতে নেই কোন শোক , শুধু চোখের  দুর্বলতায়।
.
তোকে যতবার দেখছি
পাগলপারা এই মন ,কেন যেন ফেরারি এই রৌদ্র বেলায়।
চোখে রোদ চশমায়,,, সময় লুকোবার লোভ
তোকে দেখা নিত্য অন্ধকারে মনের খোঁজ।
............ আর তারপর
শুধু তুই আমার শহুরে সাজানো ধুলো পথে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...