Friday, October 5, 2018

পাগলী

পাগলী
..... ঋষি
********************************************************************৮
সমস্ত কাল্পনিক
তবু কিছু সত্যি হয়তো লুকিয়ে কবির ঘুমে।
অজস্র ছায়াছবি ,পুরোনো ডাইরির পাতা ,প্রেমিকা- দের মুখ
অদ্ভুত প্রেমিকা- দের। .....
বুকের পাটাতনে উল্টোনো ডাইরির পাতা
সেই তুই ,,,, পাগলী ভালো আছিস তো ?
,
সব চরিত্র কাল্পনিক
তবু সোনাঝুরি বিকেলে একলা লুকোচুরি।
তোর সেই জংলা পাড়ের শাড়িটা
আজ বিকেলে খুব মনে পড়ছে।
মনে পড়ছে আকাশ জুড়ে লালছে মায়াতে
লিখে দেওয়া সেই কবিতার লাইন।
অজস্র আঙ্গিকে জমতে থাকা ফটো ফ্রেম
কবি তুমি কি সত্যি পাগল হলে।
উড়োনো ডাইরির পাতায় শেষ চিঠিটি
আমার হাতে
যার শেষ লাইনটা  ইতি তোমার পাগলী
,
সমস্ত কাল্পনিক
হৃদ্যিক যোগাযোগ ,হাওয়ায় ওড়া আঁচল, অজস্র চুমু।
না হে আজ এত বছর পর
হঠাৎ মনে পরা তোর মুখ ,ফ্ল্যাশব্যাকে অজস্র আস্তরণ।
কিন্তু জানিস
তুই শেষ ,আর কাউকে পাগলী বলি নি কোনো দিনও। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...