Thursday, April 14, 2022

শুভ নবর্ষ



 শুভ নবর্ষ 

... ঋষি 


যদি কবিতায় বলতে হয় 

তবে তোমাকে বলবো চলন্তিকা " শুভ নববর্ষ " ভালো থেকো ,

কিন্তু যদি সময় বলতে হয় 

তবে বলবো ধর্ষিত মেয়েটার শরীর কিভাবে পুড়েছিল মুখোশের আড়ালে 

ইশ আপনারা প্লিজ নাকে হাত দেবেন না 

চামড়া পুড়ছে জানি ,

       কিন্তু এ যে এক সভ্যতা পোড়ার গল্প। 

.

যদি কবিতা লিখতে হয় তবে নিশ্চয় 

তোমাকে ভেবে লিখতে চাইবো আগামী বছরের স্বপ্নের চোখ,

কিন্তু যদি সময় লিখতে হয় 

তবে অতি অবশ্যই রাষ্ট্রপুঞ্জকে লিখবো একটা চিঠি 

যাতে লেখা থাকবে এই পৃথিবীর বায়ুমন্ডলে পেশী শক্তি সত্যি কি জরুরী 

নাকি জরুরী দূষিত সভ্যতার ক্ষতে মলম দেওয়ার,

জানি নতুন বছর এসব ভালো লাগে না 

             কিন্তু এ যে এক সভ্যতা পোড়ার গল্প। 

.

যদি কবির মতো বলতে হয় 

তবে অতি অবশ্যই মানুষ বলবো ,বলবো সময় ,বলবো শান্তি 

তারপর যদি কিছু অবশিষ্ট থাকে 

              তবে না হয় কোনো ব্যক্তিগত বিকেলে তোমাকে লিখবো চলন্তিকা। 

জানি এটা নতুন বছর 

কিন্তু কজন জানতে চায়  বলো এই মূল্যবৃদ্ধির বাজারে রমেনের কাজ নেই 

শেলীকে দাঁড়াতে হয় পার্কস্ট্রিটে নিয়ম করে বাচ্চাদের খাবার জোগাতে 

মসজিদের বাইরে বসা বৃদ্ধ  রহমত কাকার ছেলে আজও যুদ্ধ থেকে ফেরে নি 

আমার বন্ধু ক্রিস্টোফার আজও ভুলতে পারে নি তার প্রথম প্রেমিকা অঞ্জলিদিকে 

আপনারা বলুন এসব কি বলার কথা,

                              না আপনাদের জানার।  

তার থেকে বরং নতুন বছরে আপনারা সপরিবারে লাঞ্চে কিংবা ডিনারে যান 

কোনো সাহিত্যে মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে আবৃত্তি করুন বিজ্ঞাপনের রেসিপি 

সেজেগুজে শেয়ার করুন আপনার দিনটা মুখবইতে 

কিংবা কিছুই যদি না হয় 

তবে একটা চুমু খেয়ে ফেলুন আপনার প্রেমিকাকে ,

কারণ আপনিও জানেন আমার মতো 

সভ্যতা পুড়ে গেলে আপনার কিছু যায় আসবে না

কারণ যারা পুড়ছে যন্ত্রনা তার 

আপনার কি তাতে ?

আপনি  বরং নতুন বছর সেলিব্রেশন করুন। 



 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...