Sunday, April 17, 2022

দহন

দহন 
... ঋষি 
দহন এটা নয় 
তুমি আমার ঠিক কতটা কাছে, ঠিক কতটা দূরে? 
দহন এটা সময়ের কান্ডে কলংকিত অধ্যায়রা জানে 
ভুল, ভ্রম আর স্বপ্ন, 
সবচেয়ে অদ্ভুত কি জানো চলন্তিকা
স্বপ্ন বদলাতে পারে, কিন্তু মরতে নয়। 
.
দাবদাহ এক বৈশাখী কবিতায় 
দহন মাত্রার মাপকাঠি রাখা আছে জলের কাছে 
কিন্তু জল বলতে আমরা কেন যে পুকুর, নদী আর সমুদ্র বুঝি? 
তবু এটা আগুনের কবিতা নয় 
সময় আমাকে মৃত্যু দিতে পারে মাথা পেতে নেবো
কিন্তু জেনো মৃত্যুর পাতায় তখনও থাকবে কিছু স্বপ্ন। 
.
আগুনের পরশমনি ছোঁয়াও প্রানে
অজস্র সুখ বর্ষিত হোক এই শহরের লুকোনো কিছু স্বপ্নে 
আর অজস্রবার মৃত্যু নেমে আসুক মানুষের একলা ভাবনায়, 
তবু এটা মৃত্যুর কবিতা নয় 
তবু এটা মানুষের কবিতা। 
তবু এটা সেই কবিতা যে কবিতায় দ্রোপদীকে কলংকিত হতে হয় বারংবার 
তবু এটা সেই কবিতা যেখানে কুরুক্ষেত্রের দংশনগুলো মৃত ইতিহাসের পরিচয়।
তবু আমি কোন ইতিহাস লিখছি না
লিখছি একটা ভাবনার কবিতা যেখানে রবীন্দ্রনাথ কোন কবি নন 
একজন বিতর্কিত মানুষ। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...