Friday, April 29, 2022

এমন কিছু ঘটনা



এমন কিছু ঘটনা
.. ঋষি 
যেদিন রফিককে পুড়িয়ে মারলো ওরা
সব বুদ্ধিজীবী চুপ ছিল 
শুধু চুপ থাকতে পারে নি  রফিকের সদ্য বিবাহিত স্ত্রী তনয়া।
তনয়া ছুটে গেছিল পুলিশের কাছে 
সম্ভ্রান্ত পুলিশ পান চিবোতে চিবোতে বলেছিলেন 
কেসটা নেওয়া যাবে না, উপর মহলের চাপ আছে। 
.
তনয়া ছুটে গেছিল ধর্মের কাছে 
ধর্মের মাতব্বরেরা তখন আমে দুধে এক 
তনয়াকে তারা বলেছিল কষ্ট হয় জানি কিন্তু ধর্ম বলে তো কিছু আছে, 
পার্টির লোকেরা বলেছিল সামনে ভোট 
এখন তোমাকে সাহায্য করতে গিয়ে হেরে যাই আর কি 
তাছাড়া মুসলমানের হিন্দু বউ 
একি ধর্মে সয় বলো। 
.
তনয়া ক্লান্ত, শ্রান্ত পায়ে ফিরে এসেছিল রফিককে দফন করে
তারপর চিৎকার করে কাঁদছিল সে 
কেউ দাঁড়াই নি তখন তার পাশে 
তার বাবা,মা, রফিকের দিকে কেউ, কেউ না, 
শুধু রাত অন্ধকার হলে তনয়া ক্লান্ত শরীরটার উপর হামলে পড়েছিল কিছু জন্তু 
তনয়া স্পষ্ট শুনতে পাচ্ছিল কেউ তাকে বলছে
হিন্দুরা কি পারে না মাগী, তুই গ্যেছলি মুসলমানের কাছে।
.
সকালের আলো ফুটেছিল সেদিনও  নিয়ম করে
শুধু তনয়ার ধর্ষিত বিকৃত শরীরটা পাওয়া গেছিল গ্রামের পাশে পুকুরে
অনেকে দাঁড়িয়ে দেখেছিল সেদিন 
অনেকে মন্তব্য করেছিল আহারে এত অল্প বয়স। 
থানার অফিসার তদন্তে নেমে একটা কাজ করেছিলেন সেদিন বুদ্ধিমান ভাবে 
ফাইল ক্লোজ, 
বিশ্বাস করুন এই খবরটা কখনই সামনে আসে নি কোনো খবরে
আসলে কেউ জানতেও চায় নি 
কিন্তু আমি জানতে পেরেছি 
কারন আমি জানি যাহা কিছু  ঘটে তার কিছু তো বটে। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...