Thursday, April 14, 2022

কবিতার মানুষ

 



কবিতার মানুষ 


... ঋষি 


এখনোতো জোকারের হাসি আর অস্তিত্বে গরম রক্ত গড়িয়ে নামছে 


এখনোতো ভরদুপুরে শুনশান অলিন্দ সংবাদ, 


শুধু চোখের রোদ চশমার আড়ালে নিজেকে লুকিয়ে 


সত্যি লুকোচ্ছে সময় ,


এখনোতো বিমূর্ত ইতিহাস লুকোতে চেয়ে নালন্দার ধ্বংসাশেষ 


শুধু দর্শনীয় । 


.


এখনোতো সত্যি লিখতে চেয়ে মিথ্যে লিখছি আমি 


এখনোতো আমি মানুষের প্রতি প্রতিশোধ ভুলতে পারছি না 


ভাবছি কয়েকটা কবিতা লিখে ফেলবো তোমার মৃত্যু চেয়ে 


                             কিংবা পুনর্জন্ম 


নতুন জন্মে তুমি কবিতা হয়ে জন্মাবে আবারোও মানুষের মতো 


লোভ ,লালসায় মাখামাখি জীবনকে সুখী বলবে। 


.


এখনোতো যন্ত্রনা লিখতে চেয়ে আমি তোমাকে লিখছি 


এখনোতো গালাগাল না দিতে পেরে ,কবিতা লিখছি 


ভাবছি কয়েকশো হিরোশিমা বোমা শুধু মাত্র পৃথিবী ধ্বংস করুক 


                           কিংবা সময়,


মিথ্যে আয়নায় ধরা তোমার মানুষের মতো হিসেবনিকেশ নষ্ট হয়ে যাক 


সবাই চিনুক তোমায় নষ্ট মানুষ। 


তোমার যে নাগরিক জীবন ,তুমি বলছো উল্লাস 


তোমার যে ধুলো ওড়ানো জানলা ,

                              যাকে তুমি বলছো নিয়ম 


আমি লাথি মারি তাতে 


                     এখনোতো  শেষ হয় নি গল্পটা 


এখনো কি বুঝতে পারো নি তুমি 


সময়ের আয়নায় কিভাবে কবিতারা মানুষ হয়ে যায়। 




No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...