Thursday, April 21, 2022

শাওনি

 শাওনি 

... ঋষি 


এক অন্য সকাল আর নদীর রচনা 

লিখলেই বয়ে যাচ্ছে কুল কুল নদী  ,ইচ্ছা ঘোর 

নদী তো স্থির থাকে না 

তবে কি হবে লিখে এক অন্য ভোর ?

.

ওই ৰামধেনু মাঠে ঘোর লাগা দুপুর 

শাওনি তর উদলা বুকে মুখ গুঁজি ,

লহমায় বল ধারাপাত ,এক ,দুই ,তিন 

খুব লাগছিল বুঝি ,

তুই তখন ল্যিখতে বইলতিস না কক্ষনো ,চাঁইদনী রাইতের ,কবিতা 

বইলেই  ল্যিখতাম তোর বুকের কবিতা। 

.

আরে অন্ধকার ,তোর উদলা গা 

শাওনি তুই নদী হবি ?

তুই তো উদলা কইবে থ্যেকেই 

তোর নাভির গা ঘিনষ্যে জমাট  অন্ধকার 

তুই শাওনি সেই ছাঁদনাতলার গপ্পোটা শুনলি তখন।

শাওনি রে বড় যে উদোম হয়ে শরীলে শরীল মেলালি 

ক্যান রে ?

তোর ডর লাগে না পর মানুষে,

তোর ডর নাই ,তুই না বইলেও 

আমি কবিতা লিইখ্যা দিমু তোর শরীলের।   

 


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...