Thursday, April 28, 2022

রমণীয়

 রমণীয় 

... ঋষি 


সেই সুখ ছিল সময়ের ভিতর 

সেই সুখ ছিল শৈশবের ভিতর 

আকাশের চাঁদ মাটিতে নামিয়ে সারা রাত্রি আঁকড়ে ধরতাম 

মায়ের বুক 

নাকি নারী ওম ?

.

নারীকে কেন রমণী বলে ?

যার স্পর্শ সুখে লোম খাঁড়া হয় ,সে রমণী না নারী ?

যার স্তন যুগলে চোখ আটকে থাকে আঠার মতো সে কি রমণী নাকি নারী ?

সভ্যতার উত্তর রমণ যোগ্য প্রতিটা শরীর নারীর 

আর এই সময় দাঁড়িয়ে 

রমণী কিংবা নারী কিংবা শিশু কি এসে যায় 

সবই তো শরীর।

.

সেই সুখ ছিল সময়ের ভিতর 

তখন সদ্য  যৌবনের আগুন দাঁত বসিয়েছে কোনো কামরাঙ্গা বুকে 

প্রশ্ন করা হয় নি সে কি নারী নাকি রমণী ,

বিছনার চাদর বদলেছি 

রঙিন বুদবুদের মাছ ,তাজা মাংস ,সুপ্রিয় নেশার ঘ্রান 

সব কেমন গুলিয়ে ওঠে 

প্রথম কবে চুমু খেয়েছিলাম মনে নেই 

প্রথম কবে আমি স্নান করি নি মনে নেই 

প্রথম কবে কাঁচা আমে দাঁত লাগিয়ে টকিয়েছিল দাঁত 

মনে নেই যৌবনের মিথুন প্রথম কবে ঘটেছিলাম 

মনে নেই অনেককিছু 

শুধু এখনো অবধি বুঝতে পারি আকাশের চাঁদে কেন হাত দিতে ইচ্ছে করে 

ইচ্ছে করে জানতে নারীরা কিভাবে রমণী হয়ে ওঠে।  


  

 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...