Thursday, April 21, 2022

চলো একটু গল্প করি

 


চলো একটু গল্প করি 

... ঋষি 


দিন ফুরোয় ,সময়ের বেচা কেনা শেষ হলে 

জমা ,খরচের খাতার হিসেবে মিলে যাওয়ার পরে 

যখন রৌদ্র মুখ লুকোবে মায়াবী অন্ধকারে 

তখন চলো সবাই খুঁজি নিজেদের ,

নিজেদের মুখের সামনে একবার নিজেরাই বসি 

কিছু স্যালাড আর কিছু অনিয়মিত নেশার পরে 

চলো একটু গল্প করি নিজের সাথে ।  

.

এঁটো জীবন ফুরিয়ে যাওয়ার গল্প 

নিজের সন্তানের ভবিষ্যৎ ,সময় আর সময়ের ষড়যন্ত্রের গল্প 

সমস্ত ভয় এড়িয়ে মৃত্যুর তোয়ালেতে মুখ মোছার গল্প,

চলো একবার উদোম হয়ে দেখায় নিজেদের হৃদয় 

হৃদয় সে তো কিছু বাছাই করা নিকোটিন ভেজা দুঃখ ছাড়া কিছু নয়  

তবু সেখানেই সুখ। 

.

চলো একবার আনন্দ করি আমরা নিজেরা নিজেদের সাথে

চকচকে লোভের তাড়নায় কিছুক্ষন না দৌড়ে 

চলো আমরা বসি মুখোমুখি নিজেদের সাথে। 

তারপর না হয় ফিরে যাবো নিজেদের বাড়িতে

নিজেদের স্বামী, স্ত্রী ,সন্তান 

গলা অবধি ভাত ,ডাল আর স্বপ্নের উদ্গার 

আবার সেই পুরোনো আমি 

পুরোনো তুমি 

তবে কিছুক্ষন নিজেদের এই মায়াবী সংসারে 

আমি তুমি মুগ্ধ 

                         নিজেদের সাথে

         তারপর না হয় মরীচিকায় বাঁচবো আবার। 


   

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...