Sunday, April 24, 2022

তোমাদের ঈশ্বর



তোমাদের ঈশ্বর 
..ঋষি 

তোমাদের সত্যি কোন ঈশ্বর নেই
নেই কোন উর্বর ভাবনা, নেই রাজনীতি , নেই যৌনতা
নেই প্রতিবাদ, নেই আগুন, নেই আয়না
তোমরা সকলেই চুপ করে বসে ভদ্রলোক সেজে ,
আসলে সময় তোমাদের ভয় দেখিয়ে চুপ করে থাকতে বলে
তুমি কুষ্ঠিয়ায় থাকো, তুমি ত্রিপুরায় থাকো কিংবা আসাম অথবা পশ্চিমবঙ্গে
সত্যি হলো তোমরা সকলে মুখস্থ বলো।
.
হ্যা হ্যা তোমাদের বলছি
তোমরা সকলেই ব্যক্তিগত বড়,
তোমাদের নিজেদের কোন বিপ্লব নেই, এমনকি সিগারেট ধরাতেও তোমরা আগুন খোঁজ,
তোমরা ২০২২ এ দাঁড়িয়ে ছাত্রদের সাথে বসে মুখস্থ করো
গোয়াইজুলাইকে মানুষ সাজো
তোমরা সব বুঝলেও কিছুই বোঝো না।
.
তোমরা মুখস্থ করো
বিদ্রোহ আর করোনা ঝাড়ো
বাজার ফেরত ব্যাগ ভর্তি প্রতিবাদের বদলে নিজেদের অক্ষমতা আনো ,
তেলে ভাজা বাজারের কড়াইয়ে ভেসে ওঠা স্তন দেখে বোঝার চেষ্টা করো
কোনটা সত্যজিৎ আর কোনটা ঋতুপর্ণ।
তোমারা জানতে চাও না চাষের জমি মানে পোকার বাড়বাড়ন্ত
তোমরা মানতে চাও না ঈশ্বর শুধু এক শেষ না হওয়া শান্তি
তোমরা মানতে চাও মানুষের ঘর মানে শুধুই রোমান্স
তোমরা মানতে চাও ভালো বান্ধবী মানে শুধু প্রেম।
আমার শুধু এতটুকু বলার
এইভাবে আর নিজের কান কেটো না
এইভাবে আর শেষের লাইনে দাঁড়িয়ে জেতার স্বপ্ন দেখো না
বরং বিশ্বাস করো এটা তোমার দেশ
বরং বিশ্বাস রাখো নিজের উপর তুমি মানুষ, তুমিও দিন বদলাতে পারো
আর ঈশ্বর তোমরা মন্দির, মসজিদ, গির্জায় যেখানেই সাজাও না কেন
বিশ্বাস করো তিনিও একজন তোমাদের মাঝে ।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...