Wednesday, December 13, 2023

কতক্ষন

আপাতত ভাবনাদের ঘরে শিকল দি 
তারপর ফিরতে হবে 
জীবন গাঢ় হয় ,ভাবনারা ঘোর বন্ধ না ঘর ,
মেঝেতে গড়ানো জল 
কতক্ষন ?
.
কে জানে ক দিন ,ক ঘুরন্ত ঘড়ির কাঁটা 
আপাতত নিজেকে আটকে রাখি 
তারপর বারান্দায় পাতা সংসারে সুখ পাখি 
আকাশের চাঁদ 
কতক্ষন ?
.
সুখের কাছে খালি পায়ে গিয়ে দাঁড়াই
বুক ভরে শ্বাস নি 
অজান্তে কখন জীবনের গাঢ় পর্যায় সেই মুখখানি 
একদণ্ড দাঁড়াবো ,জড়াবো অসুখ ,ঠোঁট রাখবো কপালে ,ঘুম 
কতক্ষন ?
.
কেউ কেউ জীবনটাকে শিকল দিয়ে বেঁধে 
ফিরতে চায় 
জীবন গাঢ় হয় ,তোমার শরীরে জ্বর 
আমার নিঃশ্বাসে ,পারি না আর পারি না 
কতক্ষন ?
.
কতক্ষন 
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...