Friday, December 15, 2023

শব্দ শরীর

দলছুট হয়ে ঘুরে বেড়াই 
সময়ের বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে আকাশের তারা গুনি 
ছাদের কাপড় শুকোনোর দড়িতে ঝুলিয়ে রাখি 
শব্দ শরীর ,
আমার ভিতর কবেই পুড়ে গেছে অনন্ত স্বপ্ন 
এখন স্বপ্ন পুড়িয়ে দুবেলার ভাত জোগাড় করি। 
.
আমাদের সকলের ভিতর একটা নিজের ঘর থাকা ভীষণ দরকার 
দরকার নিজস্ব মুহূর্ত ,বাড়ি ফেরার তাগিদ 
অথচ  অধিকাংশ সেই ঘরের অভাবে অন্য কোনো বাড়ির ভাড়াটিয়া হয়ে থাকি 
অধিকাংশ নুন আনতে পান্তা ফুরোনো শহরে পেট পুরে খাওয়ার স্বপ্ন দেখি 
একদিন যারা সব পাওয়ার শহর থেকে বিতাড়িত হয়
আকস্মিক গিয়ে দাঁড়ায় রাস্তায় 
তারা যে খুব সহজে মুখস্থ করে ফেলে বাঁচতে চাওয়ার গান। 
ইদানিং ঘুম না আসলেও প্রতিদিন নিয়ম করে বিছানায় শুই 
ইদানিং কান্না পেলে তোমার মুখের দিকে তাকিয়ে থাকি 
ভালো লাগে ভাবতে 
আলো ফোটার আগে এই অন্ধকারটারও যে একটা শরীর আছে। 
..
শব্দ শরীর 
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...