Tuesday, December 5, 2023

মুশকিল আসান

হৃদয়টা যে আসলে মুশকিলআসান নয়
তাও আবার কবির হৃদয় 
যে বিশ্বাস করে প্রতি  মুহূর্তেই জীবনের কবিতা লেখা যায় ,
কবি জানে হৃদয়ের আগুনের নাম হৃদপিন্ড 
আর তার জ্বালানি অনুভূতি 
আর অনুভূতিরা পাথর হতে চাইলে কলমের রক্ত বিদ্রোহ করে 
আর সাদা পাতায় ছড়িয়ে দেয় সময়। 
.
কবির বিশ্বাস তার বুকের ভেতরে এক আদিম উষ্ণ উপত্যকা আছে
তাতে আজও আদম আর ইভ পাপ করে 
পাশের বাড়ির জানলার রেলিঙে দুটো শালিখ যেমন ঠোঁটে ঠোঁট ডোবায় 
ঝগড়া করে ,
কবি বিশ্বাস করে কেউ কাউকে ছেড়ে যায় না 
যারা ছেড়ে চলে যায় তারা নেহাত হৃদয়হীন  
পৃথিবী যে বায়ুশূন্য নয় কেউ একজন ঠিক হাত ধরে সময়ের চরম দারিদ্রে। 
.
কবি তাই বোঝে না আগাম জলবায়ুর খবর 
কখন যে মানুষের হিংস্রোতা  অন্য একটা মানুষকে হত্যা করে 
কখন যে তুমুল স্রোতস্বীনি নদীর বাঁধ  ভাঙে 
কখন এক দেশ অন্য দেশকে পায়ের তলায় রাখতে চায়। 
কবি কাঁদতে থাকে 
কবি লিখতে থাকে  
সবাইকে বোঝাতে চায়  ভালো থাকার মানে 
বোঝাতে চায় একলা প্রজাপতি দেখতে বড্ড খারাপ 
গোলাপ ফুলে কাঁটা আসলে অভিমান ,
সময়ের মৃত্যু হয় তাই মানুষ কাঁদে 
কারণ নিজ হাতে মানুষ খুবলে নেয় নিজের মানুষের মাংস। 
কবির মৃত্যুতে বিশ্বাস নেই 
কবি বিশ্বাস করে আদম আর ইভের পাপ আসলে একটা সময় 
যা শুধু মানুষকে চিনতে শেখায় 
ভাবতে শেখায় যে হৃদয় আসলে ভাঙাচোরা সময়ের ঘর নয় 
একটা ঘর যার সিলিঙে স্বপ্নরা বাঁচে। 
.
মুশকিল আসান 
... ঋষি

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...