Saturday, December 30, 2023

প্রতিবাদ ভন্ড কবিতার বিরুদ্ধে ..

শিল্পীর আকাশকে অভ্যর্থনা জানাই 
সৃষ্টির মানুষকে সম্বর্ধনা জানাই 
জানাই অপারমর সাহিত্যের আকাশকে মুক্তির মুহুর্ত, 
সময়ের কলম গর্জে ওঠে
তবুও চুপ করে থাকে এক শিক্ষিত সমাজ,
তবুও আগুনে ঝলসে যায় সময়ের পরাজয়
তবুও সত্যি হলো স্বজন পোষণ
আমাদের   সৃষ্টির   লজ্জা। 
.
সাহিত্য একাডেমি কি? 
কবিতা একাডেমি কি? 
কবিতা উৎসব কি? 
সব কি শুধু সাজানো মঞ্চ, যেখানে নেপোয় মারে দই
সব কি শুধু অঙ্গুলি হেলনে একলা দায়ী একলব্য
সব কি শুধু আমার, তোমার প্রিয় ভাই, বোন? 
.
এখানে সৃষ্টি  কই, এখানে স্রোষ্টা কই,এখানে কবিতারা কই?
এখানে আকাশ কই, এখানে প্রেমিক কই,এখানে জন্ম কই? 
এখানে মুক্তি কই,এখানে বিপ্লব কই, এখানে মানুষ কই? 
শুধু স্বার্থ, শুধু পেশী শক্তি, শুধু রাষ্ট্রের পদাঘাত আর কার্যসিদ্ধি। 
কিন্তু সত্যি কি জানেন
হাজারো অপমানে সুর্য ডুবে যায় না
এক চিলতে আলো অন্ধকার ছিঁড়ে চিৎকার করে
সৃষ্টি ঈশ্বরের রুপ
সৃষ্টি প্রতিবাদের রুপ
সৃষ্টি সময়ের রুপ
সৃষ্টিকে লোকানো যায় না, যেমন সূর্যকে।
.
প্রতিবাদ ভন্ড কবিতার বিরুদ্ধে 
.. ঋষি 





No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...