Saturday, December 16, 2023

বার্ধক্য

সময়ের কাছে নতজানু
অথচ আমাদের পাশাপাশি যুদ্ধগুলো কম ছিল না কখনো,
ঈশ্বরের অস্থি, ছাই বুকে নিয়ে ঘুরি 
তবু গতজন্মের অভিশাপ বৃদ্ধ হয় না কিছুতেই
তোমার জুলফিতে জমতে থাকে কলকাতার বরফ
ইদানিং সময় ঢেকে দেয় ধুলোয়। 
.
ঘুম থেকে রাত ধুয়ে উঠে বসি
তুমি তো সর্বত্র এক কুয়াসা হওয়া সকাল 
ছটফট করে তোমার চোখের পাতায় ক্লান্তিরা,
সময়ের বৃদ্ধ যৌবন হঠাৎ ভিক্টোরিয়ার সেই বেঞ্চিটা খোঁজে
যেখানো আজও এসে বসে সেই শালিখগুলো
যাদের ধুলো চোখে আজও কলকাতার রোমন্থন। 
.
ঈশ্বর  হতে চেয়ে যারা এককালীন পাথর
তাদের খোঁজ পায় মানুষ কলকাতার প্রতিটা অলিতেগলিতে, 
আমরা মানুষের ভুমিকায় বার্ধক্য ছুঁতে চাই, 
বুক মানলেও সুখ মানে না,সুখী সাজে দু:খ মানে না
তবুও দুটো শালিখ আলপনা দেয় নিয়ম করে এই শহরে
অথচ নতজানু ভালোবাসা ঈশ্বর মানে না। 
.
বার্ধক্য
,,,,ঋষি 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...