আঙুল জড়িয়ে কাটতে থাকে বাড়তে থাকা দিন
তুমি যদি পাথর হয়ে যাও
আমি তবে তোমার পায়ের কাছে জড়ো রাখি অবশিষ্ট জীবন
সমস্ত শুকনো পাতাদের ফাঁকে লুকোনো গোপনীতাকে নির্যাস করি
বলি ওমেয়ে তোকে ভালোবাসি
আমি যে তোকে ভালোবেসে পাথর হতে চাই।
.
যদি নগ্ন হয়ে কখনো পাপ দেখাতে পারি সময়
কিংবা যদি পারি সাবানের ফেনায় নিজেকে শুদ্ধ করতে ঈশ্বরের চান ঘরে ,
কিংবা রান্নার কড়াইতে যদি একবার ভেজে নিতে পারি মুহূর্ত
সেই মুহূর্ত ,
যে মুহূর্তে তোকে বলা যাবে
ওমেয়ে তুই পচা ,তুই গন্ধ তবুও ভালোবাসি,বড্ড ভালোবাসি ।
.
জানি তোমার ঘরখানা ইদানিং গুছিয়ে রেখেছে অজস্র মুহূর্ত
জানি ধোয়া-মোছার পরেও সে ঘরের দেওয়ালে আজও ক্যালেন্ডারের তারিখ
তবু নিজেকে অতিথি মনে করতে আজও ভাবনারা সূর্যে পোড়ে
আবর্তনের সাথে দিন আসে
বিবর্তনের সাথে কি অদ্ভুত ?
এত অন্ধকার।
আমি বদলানো মানুষের শিল্পে আজ তোমার সৃষ্ট শ্রেষ্ঠ স্থাপত্য
আর তুমি আমার সেই না আঁকা ছবি ,
তুই কি জানিস মেয়ে ,জীবন হলো ঈশ্বরের সৃষ্ট অদ্ভুত প্রতিচ্ছবি
যেখানে নিজেকে নগ্ন করে প্রত্যেকে স্নান ঘরে
তারপর হয়তো নিজের আয়নার দিকে তাকায় কোনো অসম ভাবনায়
হঠাৎ করে দেখে ফেলে সেই পাথর
যে পাথরের গোপনীয়তায় ঈশ্বর মানুষ গড়ে।
.
স্থাপত্য
No comments:
Post a Comment