তুমি হিসেব ভুল করো আজকাল, তারিখ ভুল করো
তুমি স্মৃতি ভুলে যাও বড্ড।
নিশ্চুপের পায়ের ছাপ সঙ্গী হয় না
নির্বাকের সাথে দ্বন্দ্ব,মুহুর্ত,,,,
মুহুর্তরা ভুল করে, মানুষ করে,
তবে ঈশ্বর কি ক্ষমাহীন ?
.
পাতা ঝরা মরসুমে অপেক্ষারা বেড়ে চলে
বেড়ে চলে যুদ্ধ,
এমন তো মনখারাপ রোজই গতজন্মের স্মৃতি আঁকড়ে,
বলো দেখি এতগুলো সময় চলে গেলো
ঘুমের ওষুধ কিছুতেই কারণ পেলো না
যুদ্ধনাশক কিছু বের হল না কেন ?
.
কিছু মুহুর্ত কবিতা হতে হতেও হয়ে গেল শবযাত্রা
কিছু কথপোকথন ভুল হয়েও পাথর হয়ে রইলো
আমরা যেন যোদ্ধা সাজতে সাজতে
কখন যেন যুদ্ধক্ষেত্রে একলা হলাম,
আচমকাই কেন যেন লিখলাম আমি
তুমি ওই শত্রদের একজনকে চিনতে
হয়তো বা ভালোওবেসেছিলে,
যদিও পাতাঝরার মরসুমে,
এসব হয়েই থাকে।
তবুও,
কিছু রক্তাক্ততা কবিতা হলে ক্ষতি কি।
.
পাতাঝরা মরসুম
.. ঋষি
No comments:
Post a Comment