Wednesday, December 20, 2023

লাইভ চ্যানেল

একটার পর একটা, তারপর একটা চ্যানেল বদলাচ্ছি
স্টার জলসা দাঁত বের করছে, সটার মুভিজ হলদেটে লোগো
ডিসকভারি চিতা দৌড়চ্ছে, 
পার্টি মিছিল জবাব চাই, জবাব দাও, বোমা পড়ছে, 
স্কুলটা উড়ে গেলো, বিপ্লব ঘুমোচ্ছে, 
সাদা ভাতের গন্ধে মসগুল বিংশ শতাব্দী,
৷   ৷   তবুও ভনভনে মাছি। 
.
ফোর জি, ফাইভ জি জুড়ে ন্যংটো মেয়েদের কাপড় পরা
রাস্তায় দাঁড়াবো যুবকের দল খুবলে খাচ্ছে রি- রি রিচ 
আমার ভয় করছে,
অবধারিত একজন কর্পোরেট রক্ত শুষছে 
বুকের বা দিকের হৃদপিন্ড হাতে চাকরীর জন্য কেউ কাঁদছে
আমি পালাচ্ছি
আমরা পালাচ্ছি 
কানের গোড়ায় আমাদের আতর, শিরায় কোনো মরনিং ওয়াক নেই 
পকেটে লুকোনো কনডম
সিরিয়াসলি কবিতা লিখছে না কেউ। 
ছবি আঁকার থেকে লাইভ পারফরমেন্স, ডেটলের গন্ধ, জেরক্স মেসিন 
খাটটা দুলছে,দেশটা দুলছে
ভবিষ্যতের কর্মসুচী
আমরা সকলে হিজরার দলে নাম লেখাবো। 
.
লাইভ চ্যানেল
..ঋষি 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...