কি শুনলেন
সভ্যতা,
হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে
আপনারা হাসুন।
.
আকাশ থেকে রামধনু চুরি হলো
দেশ চুরি হতে হতে শিক্ষা চুরি হলো, সাস্থ্য গেছে বহুদিন
শুধু ছিল মেরুদন্ড,
হ্যা হ্যা তবে তোমাকে বলছি, আপনাকে বলছি, আপনাদের বলছি
হাসি পাচ্ছে, হাসুন হাসুন, ক্লাউন, ডিসেম্বর
মেরুদন্ডটাও গেছে বহুদিন ।
.
কি খুলছেন?
খবরের, পাতা, নিউজ চ্যানেল
পাঁচ বছরের মেয়েটা ধর্ষিত,অঞ্জলির গায়ে আগুন
পালক বলে ছেলেটা চাকরী না পেয়ে আত্নহত্যা করলো
ই-ম-আই বাম্পস,মাসের শেষ তারিখ সংসারে আগুন
বর্ধিত দ্রব্যমুল্য, চুরি হয়ে যাওয়া মানুষ
কি খুলছেন?
প্যান্টের চেইন, আপনার শারী।
নষ্ট সময়, নষ্ট সংস্কৃতি
নষ্ট তুমি, নষ্ট আপনি, নগ্ন আপনারা
কি করবে,কি করবেন
তুমি,আপনি,আপনারা হাসুন হাসুন,
রবীন্দ্রনাথ উল্টেপালটে বলুন, শক্তি বাবুকে বাদামের প্যাকেট করুন
নবারুন বাবুকে দুষ্কৃতি বলুন,
প্লিজ লজ্জা পাবেন না
প্লিজ লজ্জা পাবার কি আছে
সংস্কৃতির নামে বড় কবির তদারকি করুন, একটু তেল আর কি?
না না লজ্জা না
আপনি যেখানে, আমিও সেখানে
সুতরাং একে অপরের কাঁধ থাবড়ান কিংবা অন্য কিছুও
হা,হা, হাসুন হাসুন
না হলে এই সভ্যতার নামে নষ্টামি করবেন কি করে।
.
হাসুন
ঋষি
No comments:
Post a Comment