Saturday, January 11, 2014

RISHI026@GMAIL.COM


আলোর অভিশাপ
...ঋষি

কুলুঙ্গিতে জমে আছে মায়ের আশীর্বাদ
মাথা নিচু করে দরজায় ঢুকি।
দরজার উপরে খাড়া
খাড়া ঝুলছে মাথার ভিতরে।

রক্তের শুকনো দাগ আর বদ রাগ
অমুক তমুক দার জুতোর দাগ।
আর ভালো মানুষের মাথায় বাজ
ভদ্রলোক বলতেন সত্যকে লহ সহজে
এ যে নির্মম সত্য।

আমি তেপান্তরের জমানো স্বপ্ন
আমি  হৃদয়ে জমা অমৃত ঢেউ।
সবটাই মরীচিকা কুপমন্ডুক আমি
বন্ধ দরজা ,বন্ধ জানলা
অন্ধ পৃথিবীর ভন্ড চেতনা।

আজ মায়ের কথা বড় মনে পরে
মায়ের কোল।
চোখ লেগে থাকে
কুলুঙ্গিতে জমা মায়ের আশীর্বাদে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...