Sunday, January 26, 2014

rishi026@gmail.com

শুধু তোমার জন্য
............. ঋষি

তোমার এই রূপ আমায় বিভোর করে মন।
সকালের একঘেয়ে সোনালী রৌদ্র
তোমার এই হাসি ,তোমার কাজল মাখা মায়া
আমায় নতুন করে ভালোবাসতে শেখায় জীবনকে।
তোমার জন্য ,শুধু তোমার জন্য
তোমায় ভালোবেসে।

দৈনন্দিন উপার্জিত ক্ষুদ্র উপহাসে
কিছুটা হলেও শান্তি দেয়
তোমার কলকলে ধ্বনি।
ঠিক যেন কোনো শান্ত জলপ্রপাত
আমাকে ভেজায় ,আমাকে লুকিয়ে নেই
প্রেমের আঁচলে।

মন তুমি যখন বারান্দায় গিয়ে দাঁড়াও।
আমি আড়াল থেকে দেখি তোমায়
এক অপূর্ব আলো ভরে যায় হৃদয়ে।
আমার দরজা ,আমার জানলা
সব খুলে যায় তোমার হাসিতে
আমি পাগল প্রেমিক তোমার প্রেমে।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...