Monday, January 27, 2014

RISHI026@GMAIL.COM

মা আর মা
.........ঋষি

৭৮ নম্বর বংশী পাড়া লেনের চৌরাস্তার মোড়ে
যে ভদ্র মহিলা  রৌদ্রে বসে ধুঁকছেন
তিনি তো কারোর মা ।
মা তো সবার আছেন ,
আমার ,তোমার ,সবার তাই না ।
তবে ভদ্র মহিলা কেন ধুঁকছেন এভাবে
কারণ মা আছেন আর থাকবেন পৃথিবীতে
কিন্তু মা শব্দের অর্থ সবাই জানে না ,
তাইতো সন্তান সবার থেকেও  থাকে না ।

স্বামী ,স্ত্রী আর  আমাদের আটশো স্কয়ারফিটে
সবকিছু থাকে কিন্তু মার জায়গা হয় না  ।
তাইতো তাইতো এমন অজস্র মা
গলে পচে মরে এমন
৭৮ নম্বর বংশী পাড়া লেনের চৌরাস্তার মোড়ে ,
কিংবা  বৃদধাশ্রমের কোনও অন্ধকার ঘরে ।
এটাই প্রাপ্তি তাই না
ওই ভদ্র মহিলার এই পৃথিবীর  কাছে ।

হাসি পায় আমরাও মায়ের সন্তান
ইতিহাস সাক্ষী যুগে যুগে এ মাতৃভূমিতে
মায়ের  উদাহরণ ,ছিঃ মায়েরও উদাহরণ ।
আমাদের লজ্জা নেই শতাব্দীর আলোতে
আজ স্বার্থপরের ভিড়
আর ভিড়ের সাথে মিশে আছি আমরা ।
এমন কত মা
৭৮ নম্বর বংশী পাড়া লেনের চৌরাস্তায় ধুঁকবে
আর  নিলজ্জোর মত দেখবো আমরা ।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...