Saturday, January 25, 2014

RISHI026@GMAIL.COM

হে মহানগর
..................... ঋষি

হে মহানগর
তোমার শিরায় শিরায় আজ অন্ধকার হাতছানি
তোমার প্রতি উপলব্ধিতে আজ চোরা বালি ।
কয়েক তলার কৃত্রিম খাঁচায় বন্দী জীবন
শুধু স্বার্থ আর মনুষ্যত্বের মানহানি ।

সাপের মতন জড়িয়ে গিজগিজে কালি
লোভ ,হিংসা ,বুজরুকি
শরীর ,রক্ত আর পাপের ডালি ।
সব মিথ্যা, সব নকল
সম্পর্কের নামে সব মুখোসগুলো খালি ।
ছিঁড়ে নেওয়া ,ক্ষত বিক্ষত
আর এমপ্লয়মেন্ট এক্সচেনজে বহু মালি ।
সরল মনে হারিয়ে যাবে ,ভুল বুঝো না
এই অন্ধকূপে আজ মৃত্যুর হাততালি ।

হে মহানগর
তোমায় জড়িয়ে কত ইতিহাস ,কত গর্ব
আজ সব মিছা এই গুনগাঁথা ।
তুমি প্রেমের কবিতা, কবির স্বপ্ন
কেউ শোনে না মহানগর আজ তোমার কথা ।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...