Thursday, January 23, 2014

RISHI026@GMAIL.COM

দূরত্ব ভাঙা কাঁচ
...... ঋষি

তোমার আস্ফালনের  চাঁদ
পৃথিবীর মাটিতে পা রাখে নি
রাখবেও না কোনো দিন ।
দিন যেমন কাটছে কেটে যাবে ক্যালেন্ডারে
এই দূরত্বটা আর বদলাবে না ।

ভাঙা কাঁচ থুথু  দিয়ে  জুড়ে
অদ্ভুত দেখায়
অনেকটা বেড়ে ওঠা আগাছার মতো ।
আগাছা বাড়তে থাকে সাথে কালো মেঘ
বৃষ্টি হয় ,কাদা জমে কিন্তু বিরক্তি কমে না ।

আমার হৃদয়ে জমা দাগগুলো
তোলা সম্ভব না প্রেমের ছলনায়
দিন যায় ,দিন আসে ।
আসলে অভ্যস্ত জীবনের দূর বহুদূর
অমাবস্যা লেগে থাকে ।

আসলে এভাবে আর থাকা সম্ভব না ।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...