Thursday, January 9, 2014

RISHI026@GMAIL.COM


JUST পাঁচ মিনিট
............. ঋষি

সময় আর সময়ের বুকের পর্দায়
JUST পাঁচ মিনিট   বদলে দিতে পারে অনেক কিছু।
এইতো পূর্নিমার চাদরে আকাশ ভাসছে
কিন্তু পাঁচ মিনিটে ভেসে যেতে পারে বৃষ্টির সাথে।
আর এই পাঁচ মিনিট অনেক সময় বদলে দেয়
দূরত্বের মানে।

সোনালী রৌদ্রে চান করে তোমার মুখ আমার স্বপ্নে
কিন্তু আর পাঁচ মিনিট হয়তো বাসস্টান্ডে।
হয়তো বা কফি কর্নারে
অথবা কোনো বিস্তীর্ণ হৃদয়ের বেঞ্চে।
আমার সামনে তুমি
তোমার হাসিমুখ আর দূরত্ব হৃদয়ের।
তোমার পাঁচ মিনিট স্মরনীয় সময়ের
আর কয়েকটা মুহূর্ত একলা মনের আয়নায়
কিছুটা দাগ টেনে যাবে।

ছেঁড়া মনের পর্দায় নক্সী কাঁথার স্বর্গ শরীর
JUST পাঁচ  মিনিটের স্পর্শ সময়ের খাতায়।
ঘড়ির কাঁটা থেমে যায় সময় সময়
কিছুটা আদ্রতা ছুঁয়ে যায় চোখের পাতায়।
হয়ত এমন হতে পারে
JUST পাঁচ  মিনিটে আমার সাথে।

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...