Sunday, January 12, 2014

rishi026@gmail,com


আদরের বাংলা
.... ঋষি

বাংলা শব্দের পাঁজরগুলো  ভাঙ্গা তারের মত
ওস্তাদ আমজাদ আলীর কোনো রাগের অনুরাগ
হাওয়ায় ,হাওয়ায় আদরের বাংলা।


আমি বাংলায় বলেছি
শেষ পাঁজরে লেগে তোমার স্তন বৃন্তের উপরে
উষ্ণ চুমু ,,, ও আমার বাংলা।
অসাধরণ পারদে উপর নীচ কিছু ব্যক্তি
যদি বলি শুওরের বাচ্চা সব  .

তবে মারবে না তো কিংবা গড়ে দেবে জাতভেদ
আবার একটা বিক্ষিপিত মরদেহের স্ট্যাচুর
মাথায় কাগে  .....   করবে না তো।
ভাই,ভাইয়ের বৌয়ের যোনিতে বুনবে নাতো
আরেকটা রায়টের আগুন।

ব্ল্যাকআউট বাংলায় আসবে না তো মন্বন্তরের খিদে
লেগে যাবে না তো মায়ের স্তন আবার পাঁজরের গায়ে  .

বাংলা শব্দের পাঁজরগুলো  ভাঙ্গা তারের মত
ছড়িয়ে যাবে নাতো রক্তের বিন্দু ,কাটা শরীরের টুকরো
হাওয়ায় ,হাওয়ায় আদরের বাংলা।


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...