Friday, January 10, 2014

অনন্ত খিদে


অনন্ত খিদে
..........ঋষি.

খিদে পাওয়ার মত পাগলামী
বোধহয় আর নেই।
যেখানে ,সেখানে ,যখন ,তখন
কেন যে খিদে পায় ?

খিদেকে ভাষান্তরে গালাগাল দিতে মন চাই।

কত খিদে। .....
ফুটপাথের খিদে ,মৃত খিদে ,প্রেমের খিদে
শরীরের খিদে ,রক্তের খিদে ,টাকার খিদে।
মাথার খিদে ,কষ্টের খিদে ,জীবনের খিদে
আর কত বলি  ......

এই খিদেগুলোকে যদি অন্ধকুপে পুড়িয়ে ফেলা যায়
কিংবা দুহাত মাটিতে পুঁতে দেওয়া যায়।
তবে কেমন হয় ?
নিজেকে বদলে অস্তিত্ব পাওয়া যায়।

খিদে পাওয়ার মত পাগলামী
বোধহয় আর নেই।
শুধু খিদে আর খিদে , অনন্ত খিদে
কোথায় তৃপ্তি জানা নেই।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...