Wednesday, January 15, 2014

rishi026@gmail.com

বিষাক্ত পবিত্রতা
........... ঋষি

এই তো সেই তার ভাঙ্গা নদীটা
যার চেলা গুলো ছড়িয়ে ছিটিয়ে সবার মাঝে
এই সেই রৌদ্র
যার উপস্থিথ সাক্ষী একসমুদ্র জন কলরব
জানি উপস্থিথি সাক্ষী নয়
যমুনা গঙ্গা জলের
মিশে যাওয়া হাজার যোজন বিষাক্ত মৃত্যু কনা
জানি সেটা কোনো উপস্থিথি নয়
তবুও ওই জলে পুণ্য হয় পবিত্রতা
ওই জলে ধন্য মৃত্যু যাত্রী
ওই জলে ভেসে যাওয়া সহস্র শরীরের ছাইগুলো
জমা হয় নদীর গহ্বর মুখে
আর এগিয়ে চলা গোলকের প্রতিকনায়
উজ্বলিত হয় মেরুদেশের কমে আসা সাদা মুখগুলো
এই সেই তার ভাঙ্গা নদী
যার শুকিয়ে যাওয়া চালাচামুন্ডারা  বারো ক্ষুদার্থ আজ
পবিত্র ঐশ্বরিক তাড়নায়

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...