Wednesday, January 15, 2014

rishi026@gmail.com

ছোট জীবন
....ঋষি

সবুজ কি বোঝে সবুজের মানে
জীবন কি বোঝে মরণের মানে .
তবুও তো  সবুজ শুকিয়ে ফ্যাসফ্যাসে  হলুদ চুমুর
ভাঙ্গা দুপুর .
আর এগিয়ে যাওয়া মৃত্যু জীবনের মানে
কয়েক টুকরো ভাঙ্গা স্মৃতি.
গড়িয়ে যাওয়া সময়ের সকালগুলো  কিছু মুখ ,কিছু দুঃখ
আর সুখ গুলো কেন জানি দেখা দেয় না
ঝাপসা চোখে ,কুঁচকে যাওয়া চামড়ার দেখা
বয়স্ক অভিধানের অভিজ্ঞতা
সবগুলো সাজানো থাকে টেবিলের ওষুধের বোতলে
আর কিছুদিন বেঁচে থাকা
সবুজের সাথে ,সবুজের তেজে
শুকিয়ে গিয়ে মৃত্যুর পথে 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...