Tuesday, April 9, 2019

পাগলি (৫)


পাগলি (৫)
......... ঋষি
=================================================
তারপর প্রতিবাদ শেষ হয়ে গেলে
বড়রাস্তার ধারে সেই পাগলিটা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে।
চেয়ে থাকে সদ্য চলে যাওয়া স্লোগানের দিকে
চেয়ে থাকে নিজের ভিতরে বেড়ে ওঠা অবাঞ্চিত সন্তানের দিকে।
পৃথিবী হাসে আর বোবা দুপুরের রোদে
এক ফোঁটা  রক্ত ঝরে পরে পাগলির চোখে।
.
এক দীর্ঘস্থায়ী বরফের চাঁই নেমে আসে
সভ্যতার ধ্বংসের উদ্দেশ্যে।
আমি তুমি শুধু সাধারণ গরম কফির কাপ আর লেপ কম্বলের ওমে
আহ্লাদী ঢেকুর তুলি নিজের পরিবারের মা বোনের সামনে।
আর ভাঙা ঝুপড়িতে
সেই পাগলিটা আয়নার সামনে দাঁড়ালে
ভৌতিক উচ্ছ্বাসে ডুবে যায় চিৎকারে কোনো ক্রমাগত ধর্ষণে।
রাস্তায় পথ চললে লোকে হাসে
ছুটে আসে পাথর  ,কটূক্তি সভ্যতার সংস্কারে।
আর ঠিক সেইসময় সামনে দিয়ে চলে যায় স্লোগান
সভ্যতা বদলাবার ,সভ্যতার সংস্কারের।
পাগলিটা চিৎকার করে ,গালাগাল দিয়ে উদ্ধার করে সমাজ
তারপর নিজের পেটের উপর হাত বোলায় পরম স্নেহে। 
.
তারপর প্রতিবাদ শেষ হয়ে গেলে
বড়রাস্তার ধারে সেই পাগলিটা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে।
মাংসের দোকানের  দাঁড়িয়ে, কুচি কুচি করা মাংস
রক্ত ছিটকে আসে তার শরীরে  — ইস, কি যে ভালো লাগে।
নিজের পেটের উপরে অগোছালো চড়,ঘুষি ,থাপ্পড় চালায়
বসে পরে মাটিতে ,,,মাটি ভেসে যায় লাল রূপকথায়।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...