Tuesday, April 2, 2019

জাগতে রহো


জাগতে  রহো
..... ঋষি
=========================================
অদৃশ্য দরজা
ব্যস্ত রঙের ছবিগুলো আজকাল দরজার বাইরে।
দরজার ভিতর প্রাচীন মৃত ফসিল
মৃত শহরের বুকে অসংখ্য চিৎকার তবু আমরা ঘুমিয়ে।
অন্য কোন পৃথিবী
আর দরজার ভিতর কিছু এবস্ট্রাক্ট  ছবি।
.
আচ্ছা আকাশে ভাসা যায় ?
কিংবা ধরো সমুদ্রের বুকে পাল তোলা নৌকা ,
ফিরে এসো কবিতা মৃতের এই বুকে
বেঁচে থাকো মৃত ফেরিওয়ালার আদিম শহর ।
এক পাও যায় না ,দু পাও না
তবু থেমে যায় মুহূর্ত।
.
সময় নির্ভর কোনো ঠিকুজির আদিম রহস্য নিয়ে পথ চলা
আচ্ছা আমাদের কি জাত  ?
আচ্ছা সম্পর্কেরা বুকের কেবিনে কেমন আছে বন্দি ,
বুকের ভিতর লালন বলে
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
আমি ধরতে পারলে মন বেড়ি ,দিতাম পাখির পায়।
.
অদৃশ্য দরজা
একদিন দরজা খুলে প্রচুর আলো আমাদের মুখে।
আর দরজার ভিতরে সেও শেওলা খড়িকাঠ
অন্ধকার রাত্রি।
বাইরে পাহারাদার হেঁকে চলে যায় বারংবার
নেশা ,জাগতে  রহো। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...