Wednesday, April 24, 2019

মিস প্রিয়ংবদা


মিস প্রিয়ংবদা
.... ঋষি
===============================
কোনো তপ্ত বিকেলে
মিস প্রিয়ংবদা তুমি নামলে দীঘির জলে।
গোড়ালির নিচে ঘোলাটে জল
মোচড়া দিয়ে ওঠে বুকের খাঁজে।
মধ্যাহ্নের পোষা বেড়ালটা লেজ খাঁড়া করে দাঁড়ায়
সাধের ময়না এসে মনের কোনে উঁকি দেয় অনন্ত পাপ।
.
মিস প্রিয়ংবদা কি করবো  ?
তোমার তৃষ্ণার্ত চাহুনি ,তোমার ভিজে ঠোঁট ,হাঁটার ধরণ,
বাঘে হরিনে একসাথে জল খায়।
কিন্তু  উপোসী ঠোঁটে হৃদয়ের ভাঁজে সেলাই করা রিপু রোগ
তুমি ঝুপুত করে ডুব সাঁতার,
তোমার ঝলাৎ ঝলাৎ বুকের কাপড় ,বুকে কাঁপন।
শরীর গড়িয়ে জল ,তোমার ভিজে চুলের ভাঁজে
ঈশ্বরকে মনে পরে।
ঝিলমিলে দুপুরবেলায় ,অব্যক্ত নুনের হাওয়া
নাকের ডগায় ঘাম,
ঘামবিন্দুতে তোমার  চাহুনি  ,নিশপিশ করে।
পোষা বেড়ালের মতো কিছু যেন হেঁটে যায়
সারা শরীরের ভিতর ,অস্তিত্বে ঘামে।

কোনো তপ্ত বিকেলে
স্নানঘাটে সময় বদলে যায়, একমুহূর্ত তাকাও তুমি আমার দিকে।
সরে যায় এক ফালি বুকের কাপড়
অসময়ে হঠাৎ করে মধ্যাহ্নের পোষা বেড়ালটা ডাকে ম্যাও।
সাধের ময়না বুকের ভিতর লাফিয়ে ওঠে
ঠুকরে খায় মুহূর্ত ,আচ্ছা এমন যদি সত্যি হতো। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...