Wednesday, April 3, 2019

কবিতায় আগুন


কবিতায় আগুন
.............. ঋষি
=================================================
অনেককিছু বলার আছে  ,আর শোনার তারও বেশি
এক নিশিরাতে প্রেমিকার ঠোঁট চুরি করে
কবিতা লিখবো।
অদ্ভুত অহমিকায় চলন্তিকা তোর বুকে হাত দিয়ে
মেপে নেবো সময়ের ব্যর্থতা
তারপর শুধু ঘুম আসবে না।
.
ঠিক এতবার
মস্তিষ্কের পাড়ায় ঘুরে ঘুরে ক্রমশ ক্লান্ত আমি পেঁচার চোখ।
বিশ্বাস  চুরি হলে
পরে থাকে বাসি পাউরুটি চলন্তিকা তোমার যোনির মতো।
ইউনিভার্স জুড়ে একটা  মস্ত জিহ্বা
পেঁচিয়ে ধরে অস্তিত্ব ক্রমশ সংজ্ঞাহীন সংশয়।
আরশোলা প্রজাপতি হতে চায়
সাদা জামায় দাগ পরে যায় পুরোনো অসস্ত্বিকর ঘামের।
তারপর  চোখ মুছে নেয় ,এই সময়
তারপর চোখ খুলে পরে থাকে বিবর্তনের বীজ আবর্তনের গায়ে।
অদ্ভুত এই অসহায়ত্ব শালা চিনচিন করে
গর্জে ওঠে ভবিষ্যতের মরুভূমি কামান
হারানো  চাবি খুঁজতে থাকে সম্বল জীবন
তারপর  আবার অনিদ্রা।
.
অনেককিছু বলার ছিল ,আর ছিল শোনার আরো অনেক
এক নিশিরাতে তোমার সম্বলে অনেকটা আলোর দুর্গ
কবিতায় আগুন।
আগুনে পুড়ে যাবে আমাদের জমানো অস্তিত্ব অহমিকায়
তারপর ব্যর্থতা পালিয়ে যাবে
আর কখনো কবিতায় লিখবো না জীবন।


.




No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...