Thursday, April 25, 2019

সং সা র


সং সা র
....... ঋষি
============================================
একে একে অভাব ঘটে
যেমন ঘটেছে গত ১৭ বছর তোমার জীবন আলাপে।
কি চেয়েছিলে তুমি ?
একটা সং সা র  ,একটু আশ্রয় ,একটা জীবন ,অনেকগুলো সম্ভাবনা।
জাতীয় সড়কের উপর একটা  দুর্ঘটনা ,দৈন্দন্দিন
আমাদের দেশের হাজারো হাঁড়ির খবর।
.
দীঘল ঘুমের ভিতর ষড়যন্ত্র
তোমার রাত  জাগা চোখে একটা সাদা পায়রা খোঁজ ।
আকাশে উড়ছে হাজারো সম্ভাবনা
হাজারো পালকের ইচ্ছারা শুধু ভেসে বেড়াচ্ছে নগরজীবনে।
বিশ্বাস শব্দটা সবাইকে করা যায় না ১০০ শতাংশ
আর সংসার করলে বিশ্বাস শব্দটা মরে চলে রোজ উনুনের আঁচে।
গোল রুটির সাথে আকাশের চাঁদের পার্থক্য
আলো আর খিদে।
জ্যোৎস্না ঠোঁটে গেঁথে অদ্ভুত লিরিক বাড়ি ফেরার গান
" চারটে দেওয়াল মানে নয়তো ঘর "
তখনি অঞ্জনের পুরোনো গিটারে শহরের গান।
ঘুম ভেঙে যায় তোমার ,
ঘেমে ,নেয়ে  উঠে বসো সামাজিক বিছানার চাদরে
জানলার গ্রিল বেয়ে চাঁদ গড়িয়ে যায়।

একে একে অভাব ঘটে
অভাব শব্দটা স্বভাবের সাথে নয় ,খিদের সাথে জুড়ে।
হৃদয়ের দরজার কলিংবেলে প্রেমিক দাঁড়িয়ে
সং সা র শব্দটার অন্তরে স্বপ্নগুলো উনুনে সেঁকা রুটি।
উঠোনে দাঁড়ানো তোমার প্রেমিকের খিদে পায়
খিদে তোমারও কারণ গৃহস্থ্য শব্দটা খালিপেটে সর্বদা। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...