Friday, April 12, 2019

ক্রমশ একলব্য


ক্রমশ একলব্য
.............. ঋষি
=========================================
ক্রমশ একলব্য
নিজস্ব দুনিয়ায় বাসা বোনা মাকড়সার জাল।
একটা দেশ ,চরিত্রগুলো প্রতিচ্ছায়া
প্রতারণায় দেখতে পাওয়া ক্লান্ত আতশ কাঁচে সময়ের মুখ।
বিপ্লব এখন বিজ্ঞাপনে বিক্রি হওয়া
নাটকীয় বায়োস্কোপ।
.
সভ্যতা গুমড়োচ্ছে
হরপ্পা ,মহেঞ্জোদড়োর প্রাচীন মন্দির গাত্র থেকে বেরিয়ে আসছে ,
নগ্ন নারী ,আরো নগ্ন
উন্মুক্ত স্তন ,যোনিপথে বসে  যাচ্ছে কালের চাকা।
দেশ ক্রমশ বিবস্ত্র
যানজটের গা ঘেঁষে ক্রমশ বেড়ে চলেছে মানুষের হাতের কালি।
অন্ধকার যাত্রী সব
স্বার্থপর ,হিংসুটে ,ভীতু একটা সভ্যতার সাক্ষী আমরা।
বিক্রি হওয়া বিপ্লবের স্লোগানগুলো বড়ো একঘেয়ে
পার্টিঅফিসে নাচতে থাকা বেশ্যাগুলো
আজকাল সিফিলিস আক্রান্ত।
.
ক্রমশ একলব্য
আরো ক্রমশ আমরা জড়িয়ে যাচ্ছি নিজেদের জালে।
একটা দেশ ,যার চৌদ্দপুরুষ আমরা
শুধু নাটক করছি সভ্যতার সাথে ,সম্পর্কের সাথে ,নিজের সাথে।
বিপ্লব আজ বস্তাপুরোনো ইতিহাস
যা শুধু রক্তের কালিতে লেখা আমাদের ইতিহাসে।
.
(বিদ্রো :এই কবিতা বিশেষ কাউকে উদ্দেশ্য করে নয় ,শুধু সময়ের স্বার্থে মানুষের আয়নায় লেখা )

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...