Wednesday, April 3, 2019

Stop chield labour


Stop child labour
................ ঋষি

============================================

শুয়োরের বাচ্চা চায়ের কাপটা ভেঙে ফেললি

পয়সা কি তোর বাবা দেবে ,

একটা ভাঙাচোরা ,কান্নামিশ্রিত গলা শুনতে পারছি

আর হবে না ,আর হবে না।

.

মানুষ হয়ে মানুষের সামনে দাঁড়াতে লজ্জা

লজ্জা এই বেঁচে থাকার বুকে এক বাপমা মরা শৈশবের সামনে দাঁড়াতে।

কেমন করে লিখব পৃথিবী

কেমন করে লিখবো মানুষ সময়ের গায়ে।

একদিন শৈশবের হাড় দিয়ে তৈরী করবো মানুষ

কারণ শৈশবের চামড়ার  আর্তনাদ লেগে গেছে মানুষের লোভে।

পশুরা ক্রমশ বেরিয়ে আসছে মানুষের চোখে

সমাজের  কোটরে ক্রমশ জমা হচ্ছে চুঁয়ে নামা মলিন শৈশব।

একদিন একটা ছোরা বসিয়ে দেব সমাজের বুকে

যদি  কলজে কাঁদে ,

যদি একবার হারানো শৈশবগুলো মুক্ত পায় খোলাআকাশে ।

যদি একবার ফিরিয়ে দিতে পারি

শৈশবের হাসি সময়ের কাছে।

.

মানুষের নখে লেগে আছে রক্তপোস্টার

শৈশব সমাজের ব্যবহারের নাম।

একদিন মানুষের ভিতর মানুষগুলো সাহসী হবে

পোস্টারে লিখবে "stop child labour "।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...