Thursday, April 18, 2019

অভিমান


অভিমান
... ঋষি
=====================================
কেউ কথা বলবে না বড় অভিমান
বুকের পাথর ভাঙবে ,শেওলা ডিঙানো নদীতে প্লাবন।
আচ্ছা সময় কি শুধু দুঃখের কথা লেখে ?
কই  হাজারোবার  শোনা "ভালো আছি "শব্দটাই আজ অবধি কখনো
সত্যি খুঁজে পেলাম না।
.
ঘর ছাড়া পাখিদের ডানা গুলি ক্লান্তি মাখানো
তবুও কেমন যেন বাড়ি ফেরার তাড়া।
ঠিকানা খুঁজছে সময়
হয়তো অভিমানে কেউ কেউ ঠিকানা হারাতে চাইছে।
হৃদয়ের নরম ঠিকানা
মনের অভিব্যক্তি গুলো সার দিয়ে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করছে
কথা বলবো না যা ,আর কথা হবে না।
মন আর শরীরের পুড়ে চলা সময়ের শহরে
একলা পা বাড়াচ্ছে জীবন
আর  সময়ের পকেটে রাখা অজস্র অচল আধুলি।
জীবন যে এমনি হয়
বড় একলা ,বড় নিরাকার ,পবিত্র ঈশ্বরের অভিশাপ সময়ের
তুই কথা বলবি না
আর সময় শুধু হাহাকার।
.
কেউ কথা বলবে না বড় অভিমান
বুকের গভীরে কোথাও লুকোনো ক্ষতগুলো আজ বড় জ্বালাময়।
আচ্ছা সময় কি শুধু একার কথা লেখে ?
কই  হাজারোবার তোর নাম ধরে ডাকা সত্বেও
তুই তো কই আমার সামনে এসে দাঁড়ালি  না। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...