Wednesday, April 24, 2019

কাদম্বরী


কাদম্বরী
......... ঋষি
====================================
তুমি ভাবছো একটা অদ্ভুত দিনের কথা
বাইপাস ঘেঁষে চলে যাচ্ছে একের পর এক ইচ্ছা।
মৃত চায়ের দোকানে দাঁড়িয়ে তুমি
তোমার প্রেমিকের ঠোঁটে লেগে আছে নিকোটিনে আগুন।
ধোঁয়া  উড়ছে
ক্রমশ ব্যাকফুটে  একের পর এক স্বপ্ন
চোখ জ্বালা করছে।

তুমি শুনেছ নির্যাতিত নক্ষত্রের কথা
একটা সাইকেলের বেল বাজিয়ে চলে যাচ্ছে পোস্টমাস্টার ,
না হে চিঠিপত্র সব বেকার মাধ্যম
এখন তো শুধু নম্বর ডায়াল করো হাতের মুঠোফোনের স্মৃতিতে।
আচ্ছা সব কি শুধু হাওয়ায় ,হাওয়ায়
যদি ছুঁতে ইচ্ছে হয়।

তিথি জুড়ে নকশাকাটা তারা
যেন অন্ধকার আকাশে চন্দ্রগুপ্তের তলোয়ারে নগ্ন প্রেমিকার রক্ত।
লিখে দিলাম স্তবকে কোনো গোলাপ ফুলের সুগন্ধ
খাপছাড়া অগোছালো হাতে বানিয়ে ফেললাম পাথরের তুমি।
পাথর থেকে রক্ত ,শক্ত আর দুর্বলতা
আজকের মিসিসিপি থেকে উঠে আসছে মৃত রক্তের কবিতা।


তুমি ভাবছো অদ্ভুত দিনের কথা
পাশ দিয়ে বয়ে চলেছে রক্তবর্ণের নদী ,অসংখ্য স্মৃতি।
আমি ধোঁয়াতে উড়াচ্ছি শহর
হাতের তালুতে হাত, প্রয়োজন পৃথিবী ছুঁয়ে ধ্বংসের।
টগবগে আগুন যৌবনে দাঁড়িয়ে রবি
কাদম্বরী দেওয়ালে খুঁজছে সময় আর অনেকটা বিশ্বাস
আর আমার কবিতা রক্ত খুঁজছে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...