Friday, October 15, 2021

শুভ বিজয়া

 



কি শুনতে চাইছে সময় ?

শুভ বিজয়া ,

নিজের গভীরে এক তাল মাটি কাঠামো চাইছে ,

বেঁচে থাকা শব্দটা সময়ে কাছে অধিকার 

মানুষের কাছে সম্পর্ক 

আর আত্মার কাছে প্রিয় মুখ। 

.

সময়ের ঘর 

মায়ের মুখটুকু কাল রাতে জলে মিশে যাচ্ছিল যখন 

চাইতে পারি নি নিজের স্বার্থ 

শুধু চেয়েছি 

ভালো থেকো ,ভালো রেখো 

যদি সময়ের গভীরতায় মাটি থাকে কাঠামোতে লাগবে ঠিক। 

.

সমস্ত সৌজন্যবাসী 

সমস্ত সম্পর্ক ,সমস্ত অধিকার 

সকলকে জানাই শুভ বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন,

আর চলন্তিকা  তোমাকে তো বলতে লাগে না কিছু 

তুমি তো আছো 

কাছে ,পাশে। 

.

শুধু বেঁচে থাকা শব্দটা সাংবিধানিক যখন 

তখন শুধু সহ্য করতে হয় 

হাসতে হাসতে সময়ের মুখে তুলে দিতে হয় মিষ্টি 

তারপর বলা বাঞ্চনীয় " শুভ বিজয়া "

ভালো থেকো সকলে 

ভালো থেকো তুমি। 


No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...