Wednesday, October 27, 2021

অপরাজিতা

 


অপরাজিতা 

... ঋষি 


ধরে নিলাম মেয়েটার নাম ছিল অপরাজিতা  

কিন্তু আমি জানি তার যন্ত্রণার নাম ছিল ক্লোরোফিল 

ধরে নিলাম মেয়েটার ঘর ছিল সাঁওতাল দীঘি

কিন্তু আমি জানি মেয়েদের কোনো ঘর থাকে না কোনোদিনই 

কিন্তু এতকিছু ধরার পরও গল্পটা বদলালো কি ?

এই পৃথিবীর আলো আঁধারিতে মেয়েটা গাছ হয়ে রয়ে গেল। 

.

তার শরীরে সবুজ পাতা 

খিদে বাঁচতে চাওয়া,

তার ছেড়ে যাওয়া  প্রেমিক যাওয়ার সময় তাকে বলে গেলো 

তুই মুর আদরের পাওনা ,ফিরে আইমুরে 

ফিরলো না সে ,ফিরে এলো শুধু অপেক্ষা

কিন্তু কি জেনেনিন পৃথিবী জানে না গাছের নিঃস্ব হলেও অপেক্ষা করে। 

.

অপেক্ষার দিন ফুরিয়ে যায় না 

যেমন ফুরিয়ে যায় না ঋতু ,ফুরিয়ে যায় না মুহূর্ত 

ফুরিয়ে যায় মানুষের প্রেম 

মানুষের আকুতি আর একসাথে বাঁচা। 

মেয়েটাও বাঁচে ,

হ্যা হ্যা মেয়েটাও বাঁচে আজও 

শুধু গাছ হয়ে তাকিয়ে থাকে দিক্চক্রবালে বাড়তে থাকা অনুভূতিতে 

মেয়েটাও বাঁচে আজও ,

শুধু  কাঁদতে থাকে কোনো  ঝড়ের দিনে নিঃস্ব সময়ের কাছে। 

আমি চিনি সেই গাছটাকে 

আমি চিনি অনুভূতিগুলোকে  

যেগুলোর   অপেক্ষার কোনো গাছ -পাথর নেই 

জেনেও ,ঠকে  যাওয়া একটা জীবন।

.

তবু বলি অপরাজিতা তুমি নীল রঙের আকাশ হয়ে বাঁচো 

তবুও বলি অপরাজিতা তোমার মুক্তি আলোয় আলোয় 

তবুও বলি তুমি ফিরে এসো সময়ের কাছে 

কারণ তোমার গাছজন্ম সময়ের কাছে বোকামি 

মানুষের কাছে প্রয়োজন 

আর তোমাকে যারা ভালোবাসে দেখে 

তাদের কাছে প্রশ্ন ?

                   অন্তর দহন।       

   


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...