Thursday, October 28, 2021

ধুকপুক

 


ধুকপুক 

,,,, ঋষি 


ভেঙে চুরমার সময়ের কাঁচ

কাঁচের ওপাশে চেনা মুখ ,খুব কাছের। 

কাছ বলতে আমি বুঝি বুকের হৃদপিণ্ডের লুকিয়ে থাকা ধুকপুক শব্দটা 

আর দূর বলতে হঠাৎ বৃষ্টিতে দাঁড়িয়ে আমার মতো কেউ 

তোমাকে খুঁজছে। 

.

ভেঙে চুরমার পাঁজর

নিহত চশমা, ফেরারী জামার বোতাম শুধু মাত্র উপস্থিতি 

জলের শিকড়

উষ্ণ কবর।

শামুকের ঠোঁট ,ওল্ডেজ হোম , বৃদ্ধ ভাবনা 

ছিনিয়ে নিয়ে যাওয়া আমার স্মৃতিঘর 

কি সহজে বলা যায়, এই জীবন

                                রাস্তা থেকেও তাড়িয়ে দেওয়া। 

.

ছড়িয়ে ছিটিয়ে শব্দের ওম 

পুরোনো পাহাড়ি গন্ধ ,গ্রীষ্মের ছায়া ,শীতের ওভারকোট 

           অথচ বৃষ্টি 

                    বৃষ্টিতে ভেজে সবাই। 

একলা চিলেকোঠা ,এলোমেলো ভাবনার চড়াই পাখি 

সময়ের ঘুরতে থাকা কাঁটা  

বড় খালি খালি লাগে একলা বিকেলের ফিরে আসা পাখিদের। 

তোমাকে পাচ্ছি না 

ঘুমের মধ্যে তন্নতন্ন করে খোঁজা  পচা মরা হৃদপিন্ড 

ধুকপুক শব্দটা আছে এখনো,

এই  শহরের এত অধিকার

একটা গ্রহ পথ , একটা নক্ষত্র , একটাই রাস্তা 

এইখানে শুধু মৃত স্বপ্নদের বাঁচবার বাহানা। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...