Tuesday, October 19, 2021

একটা ধার্মিক প্রতিবেদন



 একটা ধার্মিক প্রতিবেদন 

... ঋষি 

ভা - এর মুন্ডু কাটা গেলো
বা - আবার উঠে পরে লাগলো ধর্মের সন্ত্রাসে ,
আগুন আর ধর্মের মাঝে তফাৎ কি ?
মানুষকে আগুনে পোড়ানো যায় আর ধর্মকে পড়ানো
অথচ মানুষের ধর্ম বোঝে না সে কথা
সে শুধু পোড়াতে ব্যস্ত,ব্যস্ত ধ্বংসে ।
.
আমি অনন্ত দিন ভিখিরি
কোরান থেকে গীতা ,ত্রিপিটক ,বাইবেল সব একসাথে রাখি
আর সবার আগে রাখি মানুষকে
অথচ ধর্মের আগুনে আজ ধীকধীক করে জ্বলতে থাকে মানুষের বোধ
সুযোগ পেলেই মানুষ মানুষকে পোড়াতে পারে
আর সুযোগ বুঝে ধর্মকে ব্যবহার করতে পারে।
.
শুনতে পারছেন চিৎকার মশাই
ভদ্রমহিলাকে ধর্ষণ করা করা হচ্ছে ,ভদ্রলোককে আগুনে পোড়ানো
আপনি চুপ আছে
চুপ আছে ভা - গণতান্ত্রিক দেশের হাজারো জনগণ
কি ভাবছে মশাই ?
আপনার কি ,এ আগুন তো আপনার ঘরে না।
আসলে মানুষগুলো পিছন বাঁচাতে বাঁচাতে ভুলে যাচ্ছে মানুষকে
আমি ধর্মের জন্য বলছি না এ কথা
আমি দেশের জন্য বলছি না এ কথা
আমি বলছি মানুষের জন্য
মশাই ধর্ম মানুষকে তৈরী করে নি
মানুষ তৈরী করেছে মন্দির ,মসজিদ ,গির্জা শান্তির জন্য
আগুনের জন্য না
পোড়াবার জন্য না
স্বার্থের জন্য না
শুধু মানুষের জন্য।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...