Sunday, October 24, 2021

কবিতার প্রথম লাইনে জন্মদিন


 কবিতার প্রথম লাইনে জন্মদিন 

দ্বিতীয় লাইনে বিপ। ..............বিপ।........... ..বিপ।

 ..বিপ........বিপ........বিপ 

তারপর প্রত্যেকে কিছুই থাকে না বলার মতো 

এটাই সত্যি। 

.

এরপর আসি কবিতার ভিতর 

কিছু শব্দ ,কিছু মুহুর্ত্ব,কিছু ভাবনা  আর স ম য়

ঋতু ,শহর ,মানুষ 

অনবদ্য সময়ের হাতছানি ,আকুতি প্রচেষ্টা 

সব মিলিয়ে অনেকখানি একলা থাকা 

কবিতা কি বলে সময় ছাড়া  ?

.

আমি ভাবছি তাহাদের পর 

মানুষের পর ,শুভেচ্ছা বার্তার পর ,প্রাপ্তি ও অপ্রাপ্তির পর 

..বিপ........বিপ........বিপ 

তারপর সত্যি কি থাকে কবিতার মতো ?

শুধু একটা থেমে যাওয়া ,ঝিম লাগা মুহূর্ত ,চোখের কোনে কালি 

এই শহর শুধু  পাউডারের মতো ধুলো মাখা 

অন্ধকার রাত্রি ,একলা চায়ের দোকান ,হাইওয়ে 

অন্ধকারে বিড়ালে চোখ 

সব মুহূর্তরা আলো  খোঁজে 

তাই নবারুণ বাবুর ভাষায় বলতে ইচ্ছে করে 

" এই মৃত্যু উপত্যকা আমার দেশ না " । 

 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...