Thursday, October 28, 2021

আমরা ,দেশ আর মানুষ

 আমরা ,দেশ আর মানুষ 

... ঋষি 


ময়লা হাফপ্যান্ট পড়া বস্তির ছেলেটা ছুটছিল সেদিন বড় রাস্তা ধরে 

তুমি তার নাম জানতে চাও নি 

                তাকেপ্রশ্ন করো নি কেন দৌড়োচ্ছে সে,

কিন্তু কি অদ্ভুত আজকে ছিন্নভিন্ন শাড়িতে তার মাকে তোমরা চিনলে 

আর কি অদ্ভুত তোমরা তার নামও যেন 

আসলে নিজের দেশের নাম যে সকলকেই জানতে হয়। 

.

সেদিন বড় রাস্তায় সেই ভিখিরিটা কাঁদতে কাঁদতে বলছিল 

ভগবানের নামে দুটো পয়সা দিয়ে যান 

বেশিরভাগ আপনারা এগিয়ে যান নি তার দিকে ,

শুধু সেই ভিখিরীটা আকাশের দিকে তাকিয়ে ঈশ্বর খুঁজতে খুঁজতে বলেছিল 

এতো শহরে শুধু একটা ঈশ্বর আর তার নাম হলো টাকা 

যা বহুগামী প্রেমিকার  মতো প্রতিমুহূর্তে প্রেমিক বদল করে। 

.

ঘাবড়াবেন না 

আসলে সত্যিগুলো সিংহকে খাঁচায় রাখার মতো সহজ এই সময় 

আর মিথ্যেগুলো এই শহরের ফুটপাথে মানুষের দরে বিক্রি হয়। 

খেতে না পাওয়া লোকগুলোর জন্য চিরকাল একটা বাহানা 

সে হলো ঈশ্বর আর চাঁদ ,

ঈশ্বরের রয়েছে কিছু অবাঞ্চিত হিসেবনিকেশ 

আর চাঁদের রয়েছে রুটির স্বপ্ন। 

এই হিসেবের বাইরে মানুষের গল্প শুনে ভাবি 

কচুরিপানার ভিতর সময়ের সায়া জুড়ে যে রক্তারক্তি ব্যাপার,

সেটা কোনো ভাবনার বিষয় নয়।

ভাবনা হলো, বিজ্ঞ উকিল  যখন ভরা আদালতে দাঁড়িয়ে 

বগল ছেঁড়া ব্লাউজে নিজের ধর্ষিত মাকে চিনতে না পেরে বিধান দেন 

ছুটতে থাকা আমরা নিজেদের নাম জানি না

কারণ আমরা এখন অবোধ শিশু। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...