অনন্ত বলে কিছু নেই এখানে
শুধু তোমার শুকনো ঠোঁটমুখে জমা হচ্ছে অতীত
ছায়াদের ঘর, মৃত্যু নির্ভর।
দেওয়াল থেকে খসে পড়ছে মিসিসিপি
অথচ তোমার চশমার কাঁচে নক্সীকাঁথার মাঠ
আর্দ্র হচ্ছে তোমার বয়সের ভিতর তোমার ছেলেবেলা
সেই ডাকাতের গল্প।
.
লুকোনো কাশফুল, মাটির উনুনে রান্না,বিধবা পিসি
উত্তপ্ত যৌবন জুড়ে জমে আছে অসংখ্য কুড়ানো ফুল
সব মিলিয়ে তোমাকে দেখতে পাচ্ছি আমি
তোমার ভিতর তুমি আটপৌরে সংসারী
তোমার আর বাউল হওয়া হলো না।
আমি অন্তত কবিতাময়,তুমি তো জানোই কবি না
কলমের নিবে লিখে রাখছি শহরের চৌষট্টি উপকথা
অসংখ্য মানুষ,আমার শহর, লিখছি তোমায় নিয়ম করে
অথচ ঘুলঘুলিতে হাওয়া বদলে সম্বিত ফিরে বুঝছি
আমার আর প্রেমিক হওয়া হলো না।
.
উপসংহার
,,,ঋষি
No comments:
Post a Comment