Monday, July 1, 2024

কাকতাড়ুয়া

জীবন বাজছে,অভিশপ্ত সুরে
বেলা অবেলায়, মনের বারান্দায় জমায়েত হচ্ছে বিদঘুটে লাল-নীল কষ্টরা
বেলা বাড়ছে 
বৃদ্ধবাবারা  একলা একা টেনে টেনে নিয়ে যায় চার- পাঁচ মাথার সংসার
ছেলেরা জিন্স-গেঞ্জি  পরে দৌড়োচ্ছে ইশকুল- কলেজে
ইন্টারভিউ অফিসে
দৃশ্যগুলো দেখতে দেখতে আর ভাল্লাগেনা, চলন্তিকা 
তাই শহর ছেড়েছি। 
.
কিছু কিছু সহজসরল কথা পুড়তে পুড়তে এক এক সময়  আগুনকথা
এক নিমিষে ছাই করে হয়ে গেছে একখণ্ড শান্ত সবুজ হিমাঞ্চল
আগুনের ভাষাই তো এমন,
সারাজীবন মাকে দেখেছি চাল ,আলু ,ডাল আর সংসারে 
আর ভাইকে দেখেছি কেমন বদলাচ্ছে ,
আমি সাবালক থেকে বেকার ,চাকুরীজীবি ,সন্তান ,স্বামী ,অধিকার 
এক ধরণের ক্লান্তি 
দৃশ্যগুলো হাঁপাচ্ছে, রোজ দেখতে আর ভাল্লাগেনা, চলন্তিকা
তাই শহর ছেড়েছি। 
.
তুমি আগুনের ভাষা বোঝো  ,চলন্তিকা  ?
তুমি সোনালী রৌদ্রের কথা বোঝো, চলন্তিকা  ?
বেলা অবেলায়, মনের বারান্দায় জমায়েত কষ্টদের বোঝো ,চলন্তিকা ?
তাই আমি কিছু না ছেড়েও ,এই  শহর ছেড়েছি ,
নিজের মনে ,নিজের গভীরে তোমার সাথে 
আমি ভালো আছি চলন্তিকা , ভরা ধানক্ষেত,ভরা সময় ,ব্যস্ত শহরে 
একলা এক কাকতাড়ুয়া
সরিষার হলুদ, পুঁইশাকের সবুজের সাথে বেশ ভালো আছি
কারণ ভালো থাকতে কিছুই লাগে না 
শুধু লাগে একটা ভাবনা 
ভালো আছি। 
.
কাকতাড়ুয়া
.. ঋষি

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...