Monday, July 22, 2024

হিসেব অক্ষর

উপন্যাসের শেষ পর্বে আয়ু মাপে 
প্রকাশক দফতর, 
ঠিক যেমন করে তুমি ইঞ্চি টেপে মাপো লেনদেন
হিসেব অক্ষর।
.
নিকোটিন ছোঁয়া, আর্তনাদী দিন
ভালোবাসা ঋণ, 
তবু আজ, কাল, পরশু একটা সম্ভাবনা,একটা অনশন সময়ের পাড় ঘেঁষে আর একবার কি সম্ভব ? 
ভুলে থাকা মধ্য রাতের ভুলগুলো আকাশের নক্ষত্র
তারা তো আজকের না, তবুও অসম্ভব। 
.
সবটুকু জানা
তবু হিসেবের জমানো টুকরো সুদ সমেত ফেরৎ,
সেদিন খুব বৃষ্টি শেষে,এক হাঁটু জল পেরিয়ে
বৃষ্টি  রেইন কোটে, মাকড়সা জাল আঁকিবুকি।
লিপ্সটিক মুছে ফেলা টিসু পেপাড়
ওয়েস্টবিন থেকে ফিচকে হাসি ছুঁড়ে দেয় যেনো 
মনে হয় প্যাস্টেলে আঁকা সেই সেদিনের বৃষ্টি 
আজকের আর্তনাদে।
.
জানি তুমি মনে মনে মানো
উপন্যাসের চরিত্ররা সব আমাদের গল্প
আর প্রকাশক হলেন বিক্রি চরিত্রের বোঝাপড়া
ফাঁকা কলেজস্ট্রীটে পুরনো স্মৃতির গন্ধ ।
.
হিসেব অক্ষর 
.. ঋষি 







No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...