Thursday, July 18, 2024

মধ্যাহ্নের কবিতা


বিকেলের ডুব আলোয় এক জুলাই 
মায়া বৃষ্টি পেরিয়ে প্রতিধ্বনিত হয় মায়া সুর,
মনে হয় কিছু কিছু কথা ভুলে থাকাই ভালো
কিছু কথাদের ছেড়ে থাকতে হয়, 
যেমন করে ছেড়ে এসেছি, স্কুলবেলা,আলুকাবরি
যৌবনের ওলোটপালোট সোনাঝুড়ি,পাতা ঝরা দিন, 
এখন তো আমি মধ্যাহ্নের কবিতা লিখি 
ধূসর অ্যাস্ট্রে উপছানো ছাই, আবছা সন্ধ্যায়। 
.
ভুলতে ভুলতে,কোষগুলি ও মরে যায় একসময় 
তারপর ভুলতে চাওয়া স্মৃতিতে জল উপছায়
পুরনো সেই বৃষ্টির দিনের মত। 
কোনো এক মেঘপাহাড়ের গা বেয়ে সেদিন, রডোড্রেনড্রন লাল রঙ ইথার বাষ্পে মিশে গিয়েছিলো হয়তোবা বেপরোয়া রাস্তা ধরে হাঁটছিল আনমনা পথিক
" তুজসে নারাজ নহি জিন্দেগী, হ্যায়রান হু "....। 
.
ভুলে গেছি,ভুলে আছি বেশ 
হয়তো বা এখনও ভুলতে চাইছি
তবু ও ভাণ করে কেটে যায় এক  সান্ধ্য পেগ
রাত বাড়ে,পেগ ক্রমশ টাল খায় 
সেই ভুলে যাওয়া খোয়াই গহ্বরে,
এসবই কবি কথা 
আমি বলি 
ইথার তরংগে ভাসে স্মৃতিদের ত্রানবার্তা। 
.
মধ্যাহ্নের কবিতা 
ঋষি 

No comments:

Post a Comment

গর্ভপাত

সময়ের সমান্তরালে চলতে চলতে সারা শহর জুড়ে ইদানীং  পচা গলা দুর্গন্ধ নাকে লেগে চেনা আয়নায় পরিমাণ মতো দিনযাপনের পর সারা শহর ঘুড়ে দেখি কিলবিলে হা...